মোংলায় আবারও নিজের হাতে ঈদের উপহার সামগ্রি বিতরণ করেছেন সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী ।
শনিবার সারাদিন আড়াই হাজারেরও বেশি লোকের মাঝে এই উপহার বিতরণ করেন ।
সাবেক পৌর মেয়র ও মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী জানান, তার ব্যাক্তিগত তহবিল থেকে ১০ কেজি চাল,শাড়ি,লুঙ্গি,জামা,পাঞ্জারি ও নগদ ৫শ টাকা করে আড়াই হাজার লোকের মাঝে বিতরনণ করেছি । করোনা কালিন এই সময় যাতে এলাকাবাসি কষ্ঠ লাগব হয় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
বাংলা৭১নিউজ/পিকে