নেত্রকোনার দুর্গাপুরে তিন নম্বর বালুর ইজারা মহাল (বিরিশিরি থেকে কেরণখলা) সখীর বালুর ঘাট এলাকায় বাংলা ড্রেজারে বালু উত্তোলনের সময় গর্তের বালুতে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মে) বেলা ১১টার দিকে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সবুজ মিয়া (৩২)। তিনি পৌরসভার খরস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের ওপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছিল। হঠাৎ ওপরের বালুর স্তূপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এতে বালু চাপা পড়েন সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুব।
বাংলা৭১নিউজ/এমকে