সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

মেয়েকে বাঁচাতে মায়ের সাহায্যের আবেদন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৬৮৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি:  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার আমার একটু সহানুভুতিই পারে একটি জীবন বাঁচাতে। যেমন বাঁচতে পারে সাতক্ষীরার অসহায় সপ্না।  ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী সপ্না নতুন করে বেঁচে থাকার আশ্বাস  পেয়েছেন। তবে তার জন্য দরকার কমপক্ষে দু’লক্ষ টাকা। মেয়ের জীবন বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন  অসহায় মা তানজিলা খাতুন।

সাতক্ষীরার তুজলপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা মিনু সুলতানা সপ্না জন্মের পর বাবার ঘরে তার বেশি দিন ঠাঁই হয়নি। বয়স যখন ৮ মাস তখন মা তানজিলা খাতুনকে তালাক দিয়ে বাড়ী থেকে বের করে দেন তার স্বামী। ছোট্র সপ্না মায়ের হাত ধরে নানার বাড়ী সদর উপজেলার লবসা নলকুড়া গ্রামে চলে আসে। সপ্না যখন ৮ম শ্রেণীতে পড়াশোনা করে তখন  তার গলার ভিতরে একটি সমস্য দেখা দেয়।

এরপর চিকিৎসার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডা: এস কে সিনহার কাছে যান। তিনি তাকে ঢাকার একটি  হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেখানে পরিক্ষা – নিরিক্ষা করার পর ক্যান্সার হয়েছে বলে ডাক্তাররা তার পরিবারের সদস্যদের জানান।

তাকে  ৬টি কেমো থেরাপী নেয়ার পরামর্শ দেন ডাক্তার। থেরাপী দেয়ার এক পর্যায়ে ৫ নং কেমো নেওয়ার সময় সপ্না মারত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর কেমো বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য  তাকে সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নিকট আত্মীয়রা। সেখানে ডাক্তাররা বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে কোন ক্যান্সারের নমুনা পাননি এবং সপ্নার অসুখটি বন টিবি বা হাড়ে টিবি হয়েছে বলে জানান। সপ্নার বয়স এখন ২০ বছর। চলতে পারে না। ভালোভাবে কথাও বলতে পারে না সপ্না।

ওই হাসপাতালের ডাক্তার বলেন, ভুল চিকিৎসার কারনে তার শরীরের হীপজয়েন্ট ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। এরপর সপ্না কলকাতা মেডিকেলে দু’মাস চিকিৎসা নেওয়ার পর টাকার অভাবে চিকিৎসা শেষ না করে দেশে ফিরে আসে। কলকাতার ডাক্তাররা তাদের জানিয়েছেন, এ রোগ নিরাময়যোগ্য। তবে তার  জন্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশ টাকা দু’লক্ষ) ব্যয় হবে।

মৃত্যু পথ যাত্রী সপ্না নতুন করে বাঁচতে চায়।  সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তার মা। সাহায্য পাঠনোর ঠিকানা মোছা: তানজিলা খাতুন, সঞ্চয়ী হিসাব নং-২২৪৬৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: সাতক্ষীরা শাখা অথবা বিকাশ নং-০১৭৭৪২৬৯৭৭৯ (নিজস্ব)।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com