রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের

মেয়াদোত্তীর্ণ, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেশি-বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে অবাধে। দোকানীদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রিরও অভিযোগ রয়েছে। ফার্মেসি থেকে সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন রোগের কথা বলে ওষুধ ক্রয় করছে সাধারণ ক্রেতাসহ মাদকাসক্তরা। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

জানা যায়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি আইনত নিষিদ্ধ হলেও বেশির ভাগ ফার্মেসি তা মানছে না। এসব ফার্মেসি থেকে অহরহ কেনা যায় ঘুম ও নেশা জাতীয় তরল পদার্থের ওষুধ। এমনকি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতেও কারও কোনো বেগ পেতে হয় না।

অনুসন্ধানে জানা যায়, রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক ফার্মেসি রয়েছে। এগুলোর মধ্যে ড্রাগ লাইসেন্স আছে মাত্র হাতে গোনা কয়েকটি ফার্মেসির। আবার লাইসেন্স প্রাপ্ত ফার্মেসি গুলোও ওষুধ প্রশাসনের বেঁধে দেওয়া শর্ত যথাযথভাবে করে না অনুসরণ। এসব দোকানে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই প্রায় ৭০ ভাগ ওষুধ বিক্রি হয়। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন মানবদেহের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, এমনকি জীবন বিপন্নও হতে পারে। অভিজ্ঞজনের মতে, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রয়ের জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় উচ্চমাত্রার ঘুমের ওষুধ সংগ্রহ করতে ফার্মেসির সরণাপন্ন হচ্ছে মাদকাসক্তরা। ঘুমের ওষুধ বা চেতনানাশক ওষুধ ব্যবহার করা মাদকাসক্তরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে ।

ফার্মেসি মালিক সমিতির সভাপতি আবুল বাসার বলেন, লাইসেন্সধারী ফার্মেসির চেয়ে লাইসেন্সবিহীন ফার্মেসির সংখ্যা বেশি থাকায় এ অবস্থা দেখা দিয়েছে। ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির ঘটনা জনস্বাস্থ্যের জন্য বড় ধরণের হুমকি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হবে।

এ নিয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, অনুমোদনবিহীন ফার্মেসিগুলোতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া দেশি-বিদেশি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে আমরা প্রায় সময় অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়ে থাকে।  তবে এ বিষয়গুলো সরাসরি নজর রাখার কথা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ফার্মেসি নিয়ন্ত্রণ কর্মকর্তাদের।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com