বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
শনিবার চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রার পূর্বে এ ঘোষণা দেন তিনি।
ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে শোভাযাট্রির আয়োজন করা হয়। এসময় মেয়র আরও বলেন, চিকুনগুনিয়া নিয়ন্ত্রনে আসলেও পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। বাসা-বাড়ি পরিস্কার রাখতে হবে।
মেয়রের মাও চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে সাঈদ খোকন আরও বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ন মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন।
বাংলা৭১নিউজ/জেএস