বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে দুটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার দুপুরে মেয়র আরিফুলের জীবনের নিরাপত্তা চেয়ে সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে পরপর কল করে মেয়র আরিফুলকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে মেয়রের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি ও ভবিষ্যত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছি।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, মোবাইল নম্বর দুটি ট্র্যাকিং করে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বাংলা৭১নিউজ/জেএইচ