বাংলা৭১নিউজ, ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা আগের চাইতে বেশ ভালো। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী দু’একদিনের মধ্যে তিনি হাসপাতাল ছাড়তে পারবেন বলে তারা জানিয়েছেন। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডা. বরেণ চক্রবর্তী শনিবার রাতে এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, মেয়র আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার শারীরিক উন্নতি ভালো। তার মাথার পেছনের আঘাত ছিল।
তবে খারাপ কিছু নেই। শনিবার নতুন করে তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এমআরআই রিপোর্টও ভালো। আশা করি, তিনি দু’-একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন। পনের দিন পর আবার তাকে চেকআপের জন্য আসতে হবে। তখন স্থায়ী চিকিৎসার ব্যাপারে বিস্তারিত বলা যাবে। বরেণ চক্রবর্তী আরও জানান, আইভি সেরিব্রাল হ্যামারেজে আক্রান্ত হয়েছিলেন। তার স্বরণশক্তি হ্রাস পেয়েছিল। হঠাৎ করে চাপে পড়লে এমন হতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস