বাংলা৭১নিউজ, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর মেয়রের বাড়ি থেকে ‘অপহৃত’ এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মেয়র আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গুলি ছুড়ে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে জামগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাব প্রত্যাখ্যান করায় শুক্রবার সন্ধ্যায় সোহেল রানার নেতৃত্বে যুবলীগের কয়েকজন নেতা-কর্মী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।’
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘অপহরণের খবর পেয়ে আমরা মেয়েটির অবস্থান জানার চেষ্টা করি। একপর্যায়ে জানতে পারি মেয়েটি পৌর মেয়র আবুল কালাম আজাদের বাড়িতে আছে। তখন মেয়েটির বাবাকে নিয়ে ওই বাড়িতে অভিযান চালাই। পরে সেখান থেকে মেয়েটিকে নিয়ে তার বাবা বাড়ি চলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।’
মেয়েটিকে অপহরণের সময় গুলি ছোড়া হয়েছিল কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমরা জানি না। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘সোহেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা তা মেনে নিচ্ছিলেন না। মেয়েটিই সোহেলকে মোবাইল ফোনে তাকে নিয়ে যেতে বলে। মেয়েটির কথামতো সোহেল তাই করে। কিন্তু ঘটনাটি শুনেই আমি সোহেল ও মেয়েটিকে আমার বাড়ি আসতে বলি। তারা এলে আমি পুলিশ ডেকে মেয়েটিকে তুলে দিই।’
বাংলা৭১নিউজ/এন