মৌসুমের শুরু ও শেষের সন্ধিক্ষণ এবং টানা বৃষ্টির কারণে চালের দাম কিছুটা বাড়তি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বছরের শেষ ও শুরুর সন্ধিক্ষণ। অটো রাইস মিল মালিকরা ধান কিনছেন। তারা উৎপাদনে যায়নি। আর হাসকিং মিলওয়ালারা বৃষ্টির জন্য যে ধান দুদিনে শুকাতো সেটা ৫-৭ দিন লাগছে। তবে চিন্তার কিছু নেই। খুব শিগগির দাম সহনীয় হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, চালের যোগান কম নেই। কোনোভাবেই দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই।
বাংলা৭১নিউজ/এসএইচ