বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার বাংলাদেশে জেন-জি বিপ্লবের প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো বিস্কুটে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করলো সরকার অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সাদ গ্রেপ্তার সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

মোদীর যে ব্যঙ্গচিত্র প্রকাশের পর বন্ধ হল ভারতীয় গণমাধ্যমের ওয়েবসাইট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে রয়েছেন হাত-পায়ে শিকল পরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন একটি ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশ করেছিল তামিল ভাষার গণমাধ্যম বিকাতানের ওয়েবসাইট। এর পরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যঙ্গচিত্রটি নিয়ে আপত্তি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটি বন্ধ হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, বিকাতানের ডিজিটাল ম্যাগাজিনে প্রকাশিত একটি ব্যঙ্গচিত্র নিয়ে বিজেপির তামিলনাড়ু শাখা আপত্তি তুলেছিল। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ব্যঙ্গচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিকল পরানো অবস্থায় দেখানো হয়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে ছিলেন।

গণমাধ্যমটি জানিয়েছে, ওয়েবসাইট বন্ধের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা বিকাতানের ওয়েবসাইট খুলতে পারছেন না।

এক বিবৃতিতে বিকাতান জানায়, বিভিন্ন জায়গা থেকে আমাদের ওয়েবসাইট বন্ধ হওয়ার খবর আসছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ব্যঙ্গচিত্র নিয়ে বিজেপি সমর্থকরা ও বিজেপির তামিলনাড়ুর সভাপতি সমালোচনা করেছেন। আন্নামালাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

প্রায় শতাব্দী-প্রাচীন সংস্থাটি আরও জানায়, আমরা সব সময় মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করবো। আমাদের ওয়েবসাইট কেন বন্ধ হয়েছে, তা জানার চেষ্টা করছি এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তুলনা করছি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এক্স-এ এক পোস্টে বলেন, মতপ্রকাশের স্বাধীনতার কারণে গণমাধ্যমকে বন্ধ করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর! এটি বিজেপির ফ্যাসিবাদী মানসিকতার আরেকটি উদাহরণ। আমি অবিলম্বে বিকটনের ওয়েবসাইট উন্মুক্ত করার অনুমতি দেওয়ার দাবি জানাই।

সূত্র : দ্য ওয়্যার ও এবিপি আনন্দ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com