বাংলা৭১নিউজ ডেস্ক: ক্যারিয়ারে কতজনের কাছ থেকে কত কিছুই না উপহার পেয়েছেন লিওনেল মেসি। তবে এবার যা পেলেন তা সত্যি সত্যিই অবিশ্বাস্য! এক প্যারাগুইয়ান নারী ভক্তের কাছ থেকে একজোড়া বুট উপহার পেয়েছেন তিনি। পেশায় চিত্রশিল্পী এ নারী বুট জোড়ায় ফুটিয়ে তুলেছেন আর্জেন্টাইন যুবরাজের জীবনের গল্প।
মেসির পাঁড় ভক্ত এ নারীর নাম লিলি কান্তেরো। ফুটবল বিস্ময়ের জীবন-ইতিহাসে দারুণ অনুপ্রাণিত তিনি। তাই তো হাতেই তৈরি করেফেলেছেন একজোড়া বুট। যাতে বিস্ময়করভাবে ফুটিয়ে তুলেছেন ৩০ বছর বয়সী ফুটবলারের জীবনের সুন্দর মুহূর্তগুলো।
কী নেই এ বুটে? স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে চুম্বন, সন্তানদের আদর, বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের পর জার্সি তুলে ধরা- সব দৃশ্যই অঙ্কিত হয়েছে এতে। তুলে ধরা হয়েছে- কীভাবে দারিদ্র্যপীড়িত রোজারিও থেকে বার্সেলোনায় পাড়ি জমান খুদে জাদুকর। সেখানে কতটা যুদ্ধ করে প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
মেসির প্রাণবন্ত ক্যারিয়ারে অবদান রয়েছে অনেকেরই। বাদ যায়নি তাদের নামও। আঁকা হয়েছে রোনালদিনহোর ছবি। বার্সায় সিনিয়র ক্যারিয়ারের শুরুতে যিনি ওয়ান্ডারম্যানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। ঈর্ষা জাগানিয়া ক্যারিয়ার গঠনে তার পরিবার ও বন্ধুদেরও ভূমিকা অঙ্কিত হয়েছে।
ফুটবলবোদ্ধারা বলছেন, বিশেষ বুটগুলোতে সত্যিকার অর্থেই চিত্রিত হয়েছে মেসির উজ্জ্বল ক্যারিয়ার।
লিলির ভাষ্য, ‘বুট জোড়া বার্সেলোনায় প্রিয় খেলোয়াড়ের কাছে পাঠানো হয়েছে। এটি সম্পূর্ণ হাতে তৈরি। ফুটবলের বরপুত্রের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এ বুট জোড়া তৈরি করা হয়েছে। এতে ছবি ব্যবহার করে তার ক্যারিয়ারের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। দেখানো হয়েছে শীর্ষে উঠতে কতটা কঠোর পরিশ্রম করেছেন তিনি।’
বুট জোড়াকে মেসির প্রতি প্যারাগুইয়ানদের ভালোবাসার প্রতীক বলে আখ্যায়িত করেছেন লিলি।
তথ্যসূত্র: ডেইলি মেইল
বাংলা৭১নিউজ/সিএইস