তিন দিনব্যাপী শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে চোর ধরার অ্যাপস ‘থিফগার্ড’। ২৫ শতাংশ ছাড়ে ক্রেতাদের জন্য আবারও বিশেষ চমক এনেছে মোবাইল সুরক্ষাকারী অ্যাপসটি। চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পাওয়ার জন্য অত্যাধুনিক নানা সুরক্ষা ফিচার সমৃদ্ধ সফটালজি লিমিটেডের অ্যাপটি এরই মধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। বিক্রেতারা দাবি করছেন, ডিভাইসের সুরক্ষায় বিশ্বের সঙ্গে তালমিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে এটি একটি যুগান্তকারী অ্যাপস।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অ্যাপসটি নিয়ে ক্রেতাদের অনেক আগ্রহ। সফটালজি লিমিটেড এটি বাজারে এনেছে। ১ বছর ও ২ বছর মেয়াদি ‘থিফগার্ড’ অ্যাপটির মূল্য যথাক্রমে ৩৯০ টাকা ও ৬৫০ টাকা। তবে মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
তিন দিনব্যাপী (৬-৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ স্মার্টফোন ও ট্যাব এক্সপো থেকে থিফগার্ড অ্যাপসটি ইন্সটল করলেই ক্রেতারা পাচ্ছেন ২৫ শতাংশ ছাড়। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এ মোবাইল অ্যাপে রয়েছে ফ্যামিলি প্রোটেকশন, পকেট থেফট, ইন্ট্রুডার সেলফির মতো আন্তর্জাতিক মানসম্পন্ন সুরক্ষাসেবা।
সফটালজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান জানান, প্রতিদিনই অ্যাপসটিতে যুক্ত হচ্ছে যুগান্তকারী নতুন নতুন ফিচার।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আনোয়ার সাদাত কবির বলেন, নতুন বছরকে উৎসবে রূপ দেওয়ার প্রচেষ্টা থেকেই মূলত আমাদের এ বিশেষ ছাড়ের আয়োজন।
অ্যাপসটির ভবিষ্যত কর্মপরিকল্পনার নিয়ে কথা বলতে গিয়ে সফটালজি লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান আজাদুল ইসলাম লিমন জানান, ডিভাইসের সুরক্ষায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে আধুনিক সংযোজন ও সেরা কাস্টমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সফটালজির ডিজিটাল কমিউনিকেশনের ম্যানেজার এবং পিআর রাজু আহমেদ বলেন, অ্যাপসটি নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। কারণ অনেকেই দামি মোবাইল কিনে হারিয়ে ফেলেন। কিংবা চুরি হয়ে যায়। এ চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে তা জানা যাবে এ অ্যাপসটির মাধ্যমে। চোরের ছবিও দেখা যাবে অ্যাপসটির মাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে থিফগার্ডের কয়েকটি বিজ্ঞাপণচিত্র ভাইরাল হলে, অ্যাপসটির ব্যাপারে নেটিজেনদের ব্যাপক আগ্রহ তৈরি হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ