শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মেন্ডিসের ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

প্রথম দিন, দ্বিতীয় সেশন

শ্রীলঙ্কা: ৫৩ ওভারে ১৫৫/৩।

ব্যাট: কুশল মেন্ডিস (৮০) ও গুনারত্নে (২৪) ।

আউট: দিনেশ চান্দিমাল (৫), দিমুথ করুনারত্নে (৩০), উপুল থারাঙ্গা (৪)।

মেন্ডিসের ফিফটি: ওপেনারদের ব্যর্থতার দিনে ওয়ানডাউনে নেমে শ্রীলঙ্কাকে টানছেন ‍কুশল মেন্ডিস। শুভাশীষের নো বলের সুযোগে লাইফ পেয়ে লঙ্কানদের হয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ইনিংসের ৪৩ ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পের বল বাউন্ডারী পাঠিয়ে ফিফটি তুলে নেন মেন্ডিস। ৭টি চারের সাহায্যে ফিফটি পূরণ করতে ৯৯ বল খেলেন তিনি।

চান্দিমালকে ফেরালেন মুস্তাফিজ: কুশল মেন্ডিসের সঙ্গে জোট বেঁধে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন দিনেশ চান্দিমাল। ধীরগতিতে ৫৪ বলে মাত্র ৫ রান নিয়ে পিচ ও বোলারদের বুঝতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু মুস্তাফিজের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লে মেন্ডিস ও চান্দিমালের ৩২ রানের জুটি ভাঙে।

প্রথম সেশনে ২ উইকেট: প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে শ্রীলঙ্কা। একটি করে উইকেট নেন শুভাশীষ রায় ও মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় আঘাত মিরাজের: ইনিংসের ২৩তম ওভারে শ্রীলঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফ স্পিনারের বল দিমুথ করুনারত্নের ব্যাটের কানা ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭৬ বলে ৩০ রান করেন করুনারত্নে। শ্রীলঙ্কার স্কোর তখন ২ উইকেটে ৬০।

টানা দুই উইকেটের সুযোগ হারালেন শুভাশীষ: উপল থারাঙ্গাকে বোল্ড করার পরের বলেই আরেকটি উইকেটের সুযোগ পান শুভাশীষ। তার প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান বোলার কুশল মেন্ডিস। কিন্তু নো বলের কারণে এ যাত্রায় বেঁচে যান মেন্ডিস।

শুভাশীষের বলে বোল্ড থারাঙ্গা: লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন শুভাশীষ রয়। ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। নিজের প্রথম ওভারেই এ সাফল্য পেলেন শুভাশীষ।

বাংলাদেশ দলে তিন পেসার: ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজের সঙ্গে এই টেস্টে পেস আক্রমনে থাকছেন তাসিকন আহমেদ ও শুভাষীস রয়। অন্যদিকে স্পিনে রয়েছেন সাকিব আল হাসান সহ দুই স্পিনার।

প্রথম টেস্টের ভেন্যু গল বলে একটু বেশিই আত্মবিশ্বাসী বাংলাদেশ। বাংলাদেশ সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাটিং করে ৬৩৮ রান তুলে এই ভেন্যুতে। ওই ম্যাচেই মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির স্বাদ পান, মোহাম্মদ আশরাফুল ১৯০ ও নাসির হোসেন অভিষেক সেঞ্চুরির ইনিংস খেলেন। অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচটি ড্র করে বাংলাদেশ। যদিও সব মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। ২টি ড্র হয়েছে। তবে সম্প্রতি নিজেদের পারফরম্যান্সে এবার জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশীষ রয়।

শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ(অধিনায়ক), দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com