নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝনদীতে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় মোহাম্মদ শাহজাহান নিখোঁজ হন। তিনি তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলারডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নামে কোস্টগার্ড। রাতের অন্ধকারে বিরতি দিয়ে শনিবার ভোর থেকে আবারও অভিযান চালানো হয়। পরে আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ৩৫ যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় মাঝনদীতে ট্রলারটি ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহান নামে একজন নিখোঁজ হন।
বাংলা৭১নিউজ/এসএইচ