বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর চর এলাকায় শনিবার বিকালে মেঘনা নদীতে গোসল করতে নেমে ২ কলেজ শিক্ষার্থী নিখোজ হয়েছে। তারা হলেন ঢাকা মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব(২২) ও ঢাকা লক্ষীবাজার এলাকার তানভির আহম্মেদ এর কন্যা সানজিদা বিনতে তানভির প্রাপ্তী(২১)।
তারা দুই জনই ঢাকা নটরডেম কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শির্ক্ষাথী। খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোজ শিক্ষার্থীদের উদ্বার কাজ শুরু করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, ঢাকা নটরডেম কলেজের ৭জন শিক্ষার্থী শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন।
শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে সেলফি তোলার সময় প্রাপ্তী(২১) পানিতে কাত হয়ে পড়ে ¯্রােতে তলিয়ে যায়।তাৎক্ষণিক তাকে উদ্বার করতে গিয়ে মেহরাব(২২)ও পানির ¯্রােতে ভেসে পানিতে তলিয়ে যায়।বাকী ৫ শিক্ষার্থী তাদেরকে উদ্বার করতে গিয়ে তারাও ¯্রােতে ভসিয়ে নিয়ে যাওয়া স্থানীরা দেখে তাদেরকে উদ্বার করতে পারলেও প্রথম পানিতে তলিয়ে যাওয়া মেহরাব(২২) ও প্রাপ্তী(২১) আর খোজে পায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিখোজদের উদ্বার কাজ শুরু করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা ও থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার ঘটনাস্থলে পৌছে উদ্বার কাজ তদারকি করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজদের সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্বার কাজ করছেন। ঢাকা থেকে ডুবুরী পাঠানোর জন্য খবর দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস