সহিংসতায় বিপর্যস্ত মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে গুলিতে মার্কিন দম্পতি নিহত হয়েছেন। নিহত মার্কিন দম্পতি হলেন- গ্লোরিয়া এ (৫০) এবং রাফায়েল সি (৫৩)।
বৃহস্পতিবার রাজ্যের প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছে। এ ঘটনা ঘটে ঠিক সেই সময়, যখন দেশের প্রেসিডেন্ট নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সহিংসতার হুমকি মোকাবিলায় এক বৈঠক শেষ করেন।
রাজ্য অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে তারা পিকআপে মিচোআকানের আঙ্গামাকুতিরো পৌর এলাকায় ভ্রমণ করছিলেন, সেই সময় তাদের গুলি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাফায়েলের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান এবং তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে, কেন দম্পতিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এবিষয়ে তদন্ত চলছে।
একজন মুখপাত্র জানিয়েছেন, গ্লোরিয়া মার্কিন নাগরিক ছিলেন এবং রাফায়েল মেক্সিকান পিতামাতার কাছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, তাদের আঙ্গামাকুতিরোতে পরিবার এবং একটি বাড়ি আছে।
প্রসঙ্গত, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম অক্টোবর মাসে ক্ষমতায় আসেন, তিনি মেক্সিকো সিটিতে মেয়র হিসেবে কাজ করার সময় হত্যার হার কমানোর জন্য যে সফলতা পেয়েছিলেন, তা এখন জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার প্রথম দুই মাসে মেক্সিকোর বিভিন্ন হটস্পটে কার্টেল সহিংসতার বিস্তার ঘটে। এ বিষয়ে তিনি এখনো তেমন কোনো সুফল দেখাতে পারেননি।
সূত্র: এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএইচ