বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, তারপর হাসপাতালে ফিরলেন আহতরা হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি ইমন হত্যা মামলায় তাঁতী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার নুহাশপল্লীতে জ্বললো এক হাজার ৭৬টি মোমবাতি সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা যশোর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক শেরপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

মেক্সিকোতে রিসোর্টে গুলি, ভয়ে হোটেলে আশ্রয় নিল মার্কিন পর্যটকরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পড়া হয়েছে

মেক্সিকোর কানকুন শহরের একটি রিসোর্টের বাইরে মাদক কারবারি দুটি চক্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকচক্রের দুই সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

সিএনএন ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, এ সময় মার্কিন পর্যটকরা হোটেলে আশ্রয় নেন। বাইরে গোলাগুলির জন্য হোটেলের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর কুইন্তানা রো জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন মাদককারবারীদের দুই সদস্য নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। মাদক কারবারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষটি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৈকতে ১৫ জন অস্ত্রধারী ছিল। মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, কোনো পর্যটক গুরুতর আহত কিংবা অপহরণের শিকার হয়নি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, মেক্সিকোর পুয়ের্তো মোরলস এলাকার ওই হোটেলের ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো মার্কিন নাগরিক আক্রান্ত হয়েছে কিনা তা সঠিকভাবে জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ওই এলাকায় থাকা যারা নিরাপদ রয়েছেন, শিগগিরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করুন। তাদের ব্যাপারে যেন সোশ্যাল মিডিয়াতেও আপডেট দেন। ওই এলাকায় থাকা কারো যদি জরুরি সেবা দরকার হয়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দয়া করে যোগাযোগ করুন।

গুলির শব্দ পেয়ে হোটেলের ভেতর পর্যটকদের ছোটাছুটির একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন একজন পর্যটক। হোটেলে অবস্থানরত অবস্থায় একটি ভিডিও পোস্ট করেছেন অ্যান্ড্রু ক্রপ। তিনি বলেছেন, এরই মধ্যে মার্কিন দূতাবাসে ফোন দিয়েছেন এবং তার সঙ্গে তার স্বামীও রয়েছে।

তিনি আরো বলেছেন, বন্দুকধারী লোকজন সৈকতে আক্রমণ করেছে এবং গুলি চালানো শুরু করেছে। দয়া করে তথ্যটি ছড়িয়ে দিন এবং এই বিষয়ে সহায়তা পান। আমি জানি না যে, কী ঘটতে যাচ্ছে।

আরেক পর্যটক বলেছেন, হোটেলে অবস্থানরত পর্যটকরা বলছেন, তাদের ঘরগুলো আশ্রয়কেন্দ্র বানিয়ে তুলতে এবং দরজা বন্ধ করে দিতে।
সূত্র: দ্য হিল, সিএনএন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com