ইতালিতে ৭০ বছর বয়সী এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তথ্য মতে দুই বছরের বেশি সময় আগে মৃত্যুবরণ করেছেন তিনি। অবাক করার বিষয় হচ্ছে এই নারীর মরদেহ তার টেবিলেই বসা অবস্থায় উদ্ধার করছেন তারা। স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) উত্তর ইতালির কোমো সিটি হলের প্রেস অফিসার ফ্রান্সেসকা মানফ্রেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির বরাতে দিয়ে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জনায়, মেরিনেলা বেরেতা নামের ওই নারী লম্বার্ডির লেক কোমোর কাছের একটি বাড়িতে একা থাকতেন। অতিরিক্ত গাছপালার কারণে মেরিনেলার বাগানে একটি গাছ ভেঙে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা মেরিনেলার শোয়ার ঘরের একটি চেয়ার থেকে মেরিনেলার মরদেহ খুঁজে পায়।
ফরেনসিক টিমের সদস্যরা বলেছেন, শরীরের ক্ষয়ের মাত্রা পরীক্ষা করে মনে হচ্ছে ২০১৯ সালের শেষ দিকে তার মৃত্যু হতে পারে। এই ঘটনা জানাজানি হওয়ার পরও মেরিনেলার কোনো আত্মীয়র খোঁজ মেলেনি। তার পরিবারের কোনো সদস্য আদৌ জীবিত আছে কিনা সেটি তদন্ত করছে পুলিশ। মেরিনেলার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
২০১৮ সালের একটা পরিসংখ্যান অনুসারে, ইতালিতে ৭৫ বছরের বেশি বয়সী প্রায় ৪০ শতাংশ মানুষ একাই থাকেন। তাদের বিপদে হাত বাড়ানোর মতো কোনো স্বজন বা বন্ধু নেই।
বাংলা৭১নিউজ/এসএন