মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পদোন্নতি ও রদবদল ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ছাত্র-জনতার হত্যার বিচারে আইসিটি পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন পরামর্শের আহ্বান দুদক সংস্কার কমিশনের ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন যারা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ১৭ শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদনের আহ্বান পরিবেশ উপদেষ্টার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৩৮৬৫ টানা ১৪ বছর ‘স্বঘোষিত’ এমপি ছিলেন সাজেদার দুই ছেলে, দেখাতেন দাপট ‘জনপ্রশাসন সংস্কারে মাঠ পর্যা‌য়ে আলোচনা করবে ক‌মিশন’ রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মমতাজ ও রাশেদ খান মেননের ব্যাংক হিসাব জব্দ সবার অটোপাসে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফল অবমূল্যায়ন করা হবে নোয়াখালীতে পুলিশ হত্যা মামলা : গ্রেপ্তার তিনজন সমন্বয়ক নন সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি: ৬ জন ৭ দিনের রিমান্ডে ড্রাফট শেষে কেমন হলো বিপিএলের দলগুলো প্রায় তিন মাস পর কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

‘মৃত্যুপুরী’ রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪ বার পড়া হয়েছে

করোনায় ‘মৃত্যুপুরী’ হয়ে উঠেছে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত হয়ে। আসছে নতুন রোগী। কোনোভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। গত ১৯ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন।

এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। রাজশাহীতে করোনা শনাক্তের হার চল্লিশের ঘরেই ওঠানামা করছে। ৩০৯ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ডে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৬৫ জন। এর মধ্যে ২০ শয্যার নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ১৯ রোগী। এরা সবাই মুমূর্ষু রোগী। বিপুলসংখ্যক রোগী আইসিইউর অপেক্ষায় আছেন।

সব মিলিয়ে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে রামেকের করোনা ইউনিটে। একের পর এক রোগীর যখন মৃত্যু হচ্ছে, তখন পর্যাপ্ত সুরক্ষা না থাকায় কিছুটা ভীতি আছে চিকিৎসক-নার্সদেরও। এ পরিস্থিতিতে ঝুঁঁকি থাকছেই বলে জানিয়েছেন করোনা ইউনিটে দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা। নাম প্রকাশ না করে কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, করোনা সংক্রমণের শুরুতে রামেক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের আইসোলেশন ব্যবস্থা ছিল, ছিল থাকা-খাওয়ার ব্যবস্থা।

কিন্তু বর্তমানে সে ব্যবস্থা নেই। খাবার-সুরক্ষা নিজ দায়িত্বে করছেন দায়িত্বরত চিকিৎসকরা। তারা বলেন, সুরক্ষায় মেডিকেল থেকে শুধু মাস্ক ও পিপিই দেওয়া হচ্ছে। সেটিও পর্যাপ্ত নয়। অনেক সময় রোগীর অবস্থা খারাপ হয়ে গেলে পিপিই পরার সময় পাওয়া যায় না, তখন শুধু মাস্ক আর ফেসশিল্ড পরেই ছুটে যেতে হয় রোগীর কাছে। খাওয়ার ব্যবস্থা নিজের দায়িত্বে করতে হয় চিকিৎসকদের।

এ ক্ষেত্রে যেসব চিকিৎসকের বাসা হাসপাতালের আশপাশে তারা বাড়ি থেকেই খাবার নিয়ে আসেন। আর যারা দূরে থাকেন তারা হাসপাতালের ক্যান্টিন অথবা কোনো রেস্তোরাঁ থেকে অর্ডার করে খাচ্ছেন। থাকার বিশেষ ব্যবস্থা না থাকায় ডিউটি শেষে অনেকটা ঝুঁকি নিয়েই পরিবারের সঙ্গে মিশতে হচ্ছে তাদের। চিকিৎসকরা আরও জানান, পরিস্থিতি খুব একটা ভালো না, দু-একদিন পরপরই ওয়ার্ড বাড়াতে হচ্ছে।

সেটাও রোগীতে পরিপূর্ণ হতে সময় লাগছে না। রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কিন্তু তাদের পিছু হটার সুযোগ নেই। তারা জানান, হাসপাতালের চিকিৎসা সরঞ্জামগুলো প্রতিদিন নষ্ট হচ্ছে। সাধারণ অক্সিফ্লোমিটার সংকট আছে। ভেন্টিলেটর থাকলেও মাস্ক নেই। এতো কিছুর সংকট নিয়েও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা।

রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, সিনিয়র-জুনিয়র মিলে হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্ব পালন করছেন ২৫২ জন চিকিৎসক। শুধু চিকিৎসকই নন, রাজশাহী মেডিকেল কলেজের কোর্স শিক্ষকরাও যুক্ত হচ্ছেন চিকিৎসায়। এ ছাড়া রামেক হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্বপালন করছেন ৫৮০ জন নার্স এবং ১৫২ চিকিৎসাকর্মী। চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন তারা।

তবে দায়িত্বপালনে এসে করোনা আক্রান্ত হয়েছেন সম্মুখ সারির এসব যোদ্ধা। করোনা ইউনিটের চিকিৎসক-নার্সদের আইসোলেশন সুবিধা বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, সংক্রমণের প্রথম দিকে ব্যাপকহারে চিকিৎসক-নার্সরা সংক্রমিত হচ্ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com