সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন আনসার সদস্য সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩ সিলেটে সাত সকালে কালবৈশাখীর তাণ্ডব সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে চলে গেলেন ‘টাইটানিক’খ্যাত অভিনেতা বার্নার্ড হিল হামাসের হামলার জবাবে রাফায় ইসরায়েলের হামলা, নিহত ১৯ আগামী সাত দিন হতে পারে ‘বৃষ্টির সপ্তাহ’ রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ ব্রাজিলে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫, নিখোঁজ শতাধিক টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

মুস্তাফিজ যাদুতে রাজশাহী কিংসের জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মো.মজিবুর রহমান ♦ আজ রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন জাকির হাসান।  মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ আসরে রাজশাহীর এদিনও শুরুটি ভালো হয়নি। দলীয় ৬ রানে ব্যক্তিগত শূন্য রানে মাশরাফির বলে মাঠ ছাড়েন ওপেনার ও দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মাশরাফি এরপরে সৌম্য সরকারের উইকেটটিও দখল করেন। ব্যক্তিগত ১৪ রানে সোহাগ গাজী ফেরান আরেক ওপেনার মুমিনুল হককে। তবে দুই বিদেশি মোহাম্মদ হাফিজ (২৬) ও রায়ান টেন ডয়েসকাটে (১৪) রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন জাকির হাসান। ৩৬ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। অসাধারন বল করা মাশরাফি ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। ২ উইকেট পান ফরহাদ রেজাও। এছাড়া সোহাগ গাজী ও শফিউল ইসলাম একটি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে মিরাজের মতোই ওপেনিংয়ে আসেন ক্রিস গেইলের সঙ্গে রাইডার্স দলনেতা মাশরাফি মুর্তজা। মাশরাফিও চমক দেখাতে পারেননি। দুই বল খেলে তিনি ফেরেন শূন্য রানে। গেইল গত দুই ম্যাচে জ্বলে উঠতে না পারলেও আজ দিয়েছেন জ্বলে উঠার আভাস। কিংস বোলার কামরুল রাব্বিকে। তার এক ওভারে এক ছয় আর দুই চার দুই ছয় হাঁকিয়ে তার ওভারেই ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। গেইলের ব্যাটে আসে ১৪ বলে ২৩ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুন করেন ৩১ বলে ৩০ রান। মাঝে রাবি বোপারা ১ রান বেনি হাওয়েল করেন ৪ রান।

গত তিন ম্যাচের মতো রিলে রুশো এই ম্যাচেও হয়ে উঠেন রংপুরের বাজির ঘোড়া। তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হয়েছে রংপুরকে। জিততে হলে শেষ ওভারে রংপুরের দরকার ১০ রান। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে এক রান নিয়ে স্ট্রাইক বদল করেন রুশো।

স্ট্রাইক প্রান্তে থাকা ফরহাদ রেজা টানা তিন বলে কোন রান নিতে পারেননি। চতুর্থ বলে এক রান নিয়ে রুশোকে স্ট্রাইকে দিলে তিনি আর পারেননি দলকে জয়ের নৌঙ্গরে নিতে। শেষ বলে ড্র করতে লাগে ছয় রান। এক রান নিয়ে রংপুর ম্যাচ হারে ৫ রানে। এই জয়ে আসরের দ্বিতীয় জয় পেল রাজশাহী কিংস।

রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, রায়ান টেন ডেসকাটে, লরি ইভেনস, জাকির হাসান, ইসুরু উদানা, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, কামরুল হাসান রাব্বি।

রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com