অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারত থেকে দেশে এসে মুস্তাফিজুর রহমান খেলে ফেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও। অনেকদিন পার হয়ে গেলেও মুস্তাফিজকে নিয়ে মুগ্ধতা কাটছেই না তার আইপিএলের দল রাজস্থান রয়্যালসের। এবার তারা প্রকাশ করল মুস্তাফিজের একটি বাংলা সাক্ষাতকার।
শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করা সেই সাক্ষাতকারে সঞ্চালক ও মুস্তাফিজ দুজনেই বাংলায় কথা বলেছেন। সিদ্ধার্থ লাহিরির নেওয়া সাক্ষাতকারে অনেক বিষয়েই আলোচনা করা হয়।
আইপিএল চলাকালে ধারণকৃত ওই সাক্ষাতকারে একটি প্রশ্ন ছিল রাজস্থানের তরুণ পেসারদের নিয়ে। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে বেশি এ বিষয়ে জানতে চাওয়া হয় মুস্তাফিজের কাছে।
জবাবে মুস্তাফিজ বলেন, ‘ওদের শেখার আগ্রহটা অনেক বেশি। এ জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ওরা আমার কাছে শোনে কীভাবে আমি কাটার মারি কিংবা এখন আমার ইয়র্কারটা ভালো হচ্ছে- এটা কীভাবে করি।’
রাজস্থানে খেলার অভিজ্ঞতা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘এখানে যখন এসেছি, আমার মনে হয়নি যে আমি নতুন এসেছি। দলের সবাই… খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই ভালোভাবে গ্রহণ করেছে। আমার খুব ভালো লেগেছে, দারুণ সময় কেটেছে। সবাই খুব হেল্পফুল।’
বাংলা৭১নিউজ/এসএইচ