বাংলা৭১নিউজ, ডেস্ক: ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে ইংল্যান্ড জয়ের মিশনে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু মাত্র দু’ম্যাচ খেলেই পড়লেন কাঁধের চোটে। সেই চোটের স্থায়ী সমাধান হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।
ইংল্যান্ডে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর গত সপ্তাহে অস্ত্রোপচারের দিনক্ষণ চূড়ান্ত হয়। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে আজ মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হতে যাচ্ছে।
কাঁধের অস্ত্রোপচারে পারদর্শী ইংল্যান্ডের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৪টায় অস্ত্রোপচার করবেন। সব ঠিক থাকলে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট।
শচীন টেন্ডুলকারসহ অনেক বিখ্যাত ক্রীড়াবিদের চিকিৎসা করেছেন ওয়ালেস। অস্ত্রোপচারের সময় কাটার মাস্টারের পাশে থাকার জন্য এরই মধ্যে লন্ডনে পৌঁছে গেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
অস্ত্রোপচার সফল হলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মুস্তাফিজ।
বাংলা৭১নিউজ/সিএইস