টানা দুই ম্যাচ হারের পর চেন্নাই সুপার কিংসের সামনে জয়ে ফেরার তাড়া। এবার অবশ্য নিজেদের ঘরের মাঠেই ফিরছে তারা। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে তাদের প্রতিপক্ষ ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স। টস ভাগ্যও এদিন পাশে পেয়েছে চেন্নাই। টসে জিতে প্রতিপক্ষ কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
এই ম্যাচ দিয়ে আবারও চেন্নাই নিজেদের স্কোয়াডে তারা ফিরিয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি আক্রান্ত পাথিরানা মিস করছেন ম্যাচ। একইসঙ্গে ছিটকে গেছেন দীপক চাহার। আগের ম্যাচে পারফর্ম করা মঈন আলীও বাদ পড়েছেন। স্কোয়াডে আছেন লংকান স্পিনার মাহিশ থিকসানা। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন মুস্তাফিজ, তুশার দেশপান্ডে এবং শার্দুল ঠাকুর।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নামছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। ফিল সল্ট এবং মিচেল স্টার্কের সঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে আছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
বাংলা৭১নিউজ/এসএইচ