বাংলা৭১নিউজ, রাজবাড়ী: জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে অনুষ্ঠিত রাজবাড়ী জেলা ইজতেমা মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় অাখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো আজ। ৩ দিনব্যাপী রাজবাড়ীর এ জেলা ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাত করেন তাবলিগের মুরব্বী মাওলানা হাবিবুর রহমান।
শনিবার সকাল সোয়া ১১টায় মুসলিম উম্মাহর শান্তি ও ইসলাহ কামনার মাধ্যমে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে মুসলিম উম্মাসহ সমগ্র মানব জাতির শান্তি কামনা করা হয়। নির্যাতিত মুসলিমদের জন্যও ফরিয়াদ করা হয়। ১৫ মিনিটব্যাপী এ মোনাজাত সকাল সাড়ে ১১টায় শেষ হয়।
উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় রাজবাড়ী জেলার আঞ্চলিক এ ইজতেমা শুরু হয়। ৩দিন ব্যাপী ইজতেমায় মানুষের দুনিয়া ও পরকালের কল্যাণে ইসলাহি গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস