আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।সরবরাহকারী জাহাজের মুরিং লাইন (জাহাজ বাঁধা অবস্থায় সুরক্ষিত থাকে) ছিঁড়ে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।এই সমস্যার সমাধান করতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে।
মঙ্গলবার এই গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশনের দুইটি ইউনিটের মধ্যে একটির মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় জাহাজ থেকে জাহাজে এলএনজি পরিবহণ করা সম্ভব হবে না। ফলে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটবে।আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে এই ত্রুটি মেরামত বা পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গ্যাস সরবরাহে সাময়িক এই বিঘ্ন সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করছে এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
বাংলা৭১নিউজ/এবি