বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে মুরগীর উকুন মারতে গিয়ে বসতঘরে আগুন লেগে একটি পাঁকা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার অনন্তপুর পশ্চিম পাড়া গ্রামের ছাইদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনন্তপুর পশ্চিম পাড়া গ্রামের ছাইদুল ইসলামের বাড়িতে দুটো ঘর। একটিতে তারা বসবাস করে আর অন্য ঘরের মধ্যে রাতের বেলা মুরগী রাখার জন্য একটি ছোট ঘর রয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে তার ছাইদুল ইসলামের স্ত্রী রেখা বিবি ওই মুরগীর ঘরের ভিতরে মুরগীর উকুন মারার জন্য আগুন ধরে দিয়ে ওই গ্রামেই মাজেদুল ইসলামের বাড়িতে গণউন্নয়ন নামে একটি ইনজিওতে কিস্তির টাকা জমা দিতে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখে তাদের বাড়িতে আগুন জ্বলছে। এসময় স্থানীয়রা অগুন নেভানোর চেষ্টা করে। পরে আক্কেলপুর ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লোকমান হামিক জনান, মুরগীর ঘরের উকুন মারার জন্য আগুন ধরিয়ে দেয় ওই বাড়ির গৃহবধু। সেখান থেকে আগুন ঘরে রাখা খরিতে লেগে আগুনের বিস্তার ঘটে এতে তাদের বাড়ি পুরে যায়। প্রথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
বাংলা৭১নিউজ/জেএস