বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় বোমা নিক্ষেপকারী সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ জনকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে এক যুবক দুটি হাত বোমা নিক্ষেপ করেন। বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।
তিনি বলেন, ‘এ সময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ওই যুবককে কয়েকটি হাত বোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি।’
এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানেও বোমা লাগেনি বলে জানান তিনি।
মো. হাফিজুল ইসলাম জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- তিনি ১০ হাজার টাকায় প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছেন। তাকে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আটক মোস্তফা কামালের কাছ থেকে সাতটি ককটেল, একটি সাউন্ড গ্রেনেড, দুইটি চাপাতি ও নগদ সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান সাংবাদিকদের জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপাপ্ত আসামি ও হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান, তার সহযোগীরা কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরা দিতে আজ সকালে তাদেরসহ ১৯ আসামিকে একটি প্রিজন ভ্যানে ঢাকায় পাঠানো হয়। হাজিরা শেষে তাদের সন্ধ্যায় কাশিমপুর কারাগারে নিরাপদে আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস