বাংলা৭১নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও একজন।
আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই কামরুজ্জামান রাজ।
নিহতরা হলেন – কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শিকদারের ছেলে শামীম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের ছেলে ইয়ামিন (২৮)।
এসআই জানান, কুমিল্লাগামী সবজি বোঝাই একটি পিকআপ বাউশিয়া পাখি পয়েন্টে সামনের একটি পরিবহনকে ধাক্কা দেয়। এতে পিকআপের মাথা দুমড়ে-মুচড়ে গেলে এর আরোহী সবজি বিক্রেতা শামীম ও ইয়ামিন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত পিকআপের চালককে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই কামরুজ্জামান।
বাংলা৭১নিউজ/এস