বাংলা৭১নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহজালাল মিজি ওরফে বুলেট জালাল নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে কোথায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, পুলিশের পক্ষ থেকে তা জানানো হয়নি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহজালাল মিজির বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জাহেদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস