বাংলা৭১নিউজ, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্ত্রী মিতু বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে স্বামী মিন্টু (৩৯)।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদীঘিপাথর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে মিন্টু স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। মিতুর আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
পরে গুরুতর আহত মিতুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে মিন্টু পলাতক। এই দম্পতির দু’টি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. প্রণয় মান্না দাস জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মিন্টুকে ধরার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/সি