বাংলা৭১নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কেওয়াটচিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাসলিমা বেগম (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, উপজেলার কেয়টচিরায় মাওয়াগামী গাংচিল পরিবহনের একটি বাসের মূল কাঠামোর একটি অংশ ভেঙে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/সিএইস