মুন্সিগঞ্জে সদর উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অটোরিকশাচালক সামসুল হক (৭০) ও শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় সুমনা মেডিকেলে মিশুকের যাত্রী আজিজ বেপারী (৭২) মারা যান।
নিহত শামসুল হক রামপাল ইউনিয়নের পানহাটা এলাকার কফি হালদারের পুত্র ও আজিজ বেপারী পঞ্চসারের মালিগাও এলাকার খলিল দেওয়ানের পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আজিজের ছেলে নবীন বলেন, রাতে অটোরিকশায় করে বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে সিপাহীপাড়ার পল্লিবিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছালে আমাদের অটোরিকশাটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় বাবা ও আমাকে স্থানীয়রা মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার দুজনকেই ঢাকায় রেফার্ড করে। সকালে বাবা মারা যান। আর রাতেই অটোরিকশাচালক মারা গেছে শুনেছি।
হাতিমাড়া পুলিশ তদন্ত ফাঁড়ির ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) মো. নাছির শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যুর খবর পাই। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।