বাংলা৭১নিউজ,ঢাকা: মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয়, বঙ্গবন্ধু কোনো দলের নন। তিনি গোটা জাতির। তাই মুজিববর্ষে ডিআরইউয়ের নিজস্ব কর্মসূচি থাকা উচিৎ।
মুজিববর্ষে বছরব্যাপী কর্মসূচি নিতে ডিআরইউয়ের সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানকে আহ্বায়ক ও নারী বিষয়ক সম্পাদক রীতা নাহারকে সদস্য সচিব করে মুজিববর্ষ উদযাপন উপকমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি