বাংলা৭১নিউজ,ঢাকা: মুচলেকার ভাষা যথাযথ না হওয়ায় বিজিএমইএ’র আবারও মুচলেকা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী সোমবার আবারও মুচলেকা দাখিল করতে বিজিএমইএ কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিনই এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল মঙ্গলবার বিজিএমইএ আর সময় চাইবে না এ সংক্রান্ত মুচলেকা দিতে বলে সর্বোচ্চ আদালত। এরপর আজ শেষবারের মতো এক বছরের সময় চেয়ে লিখিত মুচলেকা দেয় বিজিএমইএ। কিন্তু মুচলেকার ভাষা যথাযথ না হওয়ায় তা সংশোধন করে বিজিএমইএ কর্তৃপক্ষকে ফের মুচলেকা দেয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।
বাংলা৭১নিউজ/জেএস