বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হাতে তারিনা বেগম লিপা হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর মুগদা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ডিবির একটি টিম রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে লিপা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ৪জনকে গ্রেফতার করে।
রোববার বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/জেএইচ