বিপিএলের ৩৮তম ম্যাচে লড়াই রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন জাতীয় দলের দুই শীর্ষ তারকা তামিম ইকবাল আর সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
১০ ম্যাচের ৮টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাকিব-সোহানদের রংপুর রাইডার্স। অন্যদিকে সমান ম্যাচে ৬ জয় নিয়ে তিনে আছে ফরচুন বরিশাল।
সেরা দুইয়ে নিজের অবস্থান ধরে রাখতে রংপুরের জন্য যেমন, সেরা দুইয়ে উঠতে বরিশালেরও তেমনই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটি।
রংপুর রাইডার্স একাদশ
ব্রেন্ডন কিং, টম মুরস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শেখ মেহেদি, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, হাসান মুরাদ।
বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), থমাস ব্যান্টন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহারাজ, কাইল মায়ার্স, কামরুল ইসলাম রাব্বি, ওবেদ ম্যাকয়, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলা৭১নিউজ/এসএকে