জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থান আছেন আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে দুই পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছে।
তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা আখ্যায়িত তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে আছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ