বাংলা৭১নিউজ, ডেস্ক: কোপা আমেরিকার গেল আসরের ফাইনালে খেলেছিল চিলি ও আর্জেন্টিনা। ফাইনালে অবশ্য টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল চিলিয়ানরা।
কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে কোপার বিশেষ আসর। এবারের এই আসরে একই গ্রুপে পরেছে আর্জেন্টিনা ও চিলি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ৮টায় ময়দানি লড়াইয়ে মুখোমুখি হবে তারা।
এই ম্যাচে বড় বড় তারকাদের দেখা যেতে পারে। সেই তালিকায় আছেন আর্তুরো ভিদাল, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও আলেক্সিস সানচেজরা। অবশ্য মেসি ও আগুয়েরোর খেলা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের সামান্য ইনজুরি রয়েছে। বিশেষ এই আসরের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। আর শিরোপা ধরে রাখার লক্ষ্যে চিলি।
অবশ্য মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। এ পর্যন্ত চিলির সঙ্গে ৮৬ বার মুখোমুখি হয়েছে আকাশী নীল জার্সিধারীরা। তার মধ্যে ৫৭ বার জিতেছে আর্জেন্টিনা। হেরেছে মাত্র ৬ বার।
এ ছাড়া সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই জিতেছে আর্জেন্টিনা। দুইবার জিতেছে চিলি।
সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে রয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা। সবশেষ ৫ টি ম্যাচের ৪ টিতেই জিতেছে আর্জেন্টিনা। ১ টিতে করেছে ড্র। অন্যদিকে চিলি তাদের সবশেষে ৫ টি ম্যাচের ৪ টিতে হেরেছে। জিতেছে ১ টিতে।
তবে কোপা আমেরিকার বিশেষ এই আসরে কে জয়ে শুরু করে সেটাই দেখার বিষয়। অবশ্য ‘ডি’ গ্রুপে ফেভারিট আর্জেন্টিনা ও চিলি। বলিভিয়া ও পানামা যদি অঘটন না ঘটায় তাহলে আর্জেন্টিনা ও চিলিই যাচ্ছে পরবর্তী রাউন্ডে।
বাংলা৭১নিউজ/সিএইস