স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে মুক্ত গণমাধ্যমের পরিপন্থী সব প্রতিবন্ধকতা অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা-নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
সাংবাদিক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রের দুর্নীতিবিরোধী নীতি ও মূল্যবোধের ওপর প্রচণ্ড এক আঘাত। রোজিনা ইসলামের মতো একজন অনুসন্ধানী সাংবাদিককে হেনস্তা ও হয়রানির ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য এক অশনিসংকেত। অবিলম্বে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সংগঠনটি।
শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্যসচিবের একান্ত সচিবের কক্ষ থেকে রাষ্ট্রীয় গোপন নথি সরিয়েছেন এবং অনুমতি না নিয়ে নথির ছবি তুলেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। সচিবের একান্ত সচিবের কক্ষ, যেখানে সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীরা অপেক্ষমাণ থাকেন, সেখানে কোনো রাষ্ট্রীয় স্পর্শকাতর গোপন নথি অন্যের দৃশ্যমানতায় রাখা কর্তব্যে অবহেলার শামিল। এ ঘটনায় জনমনে প্রশ্ন জেগেছে যে ব্যক্তির অনিয়মের গোপন তথ্য রাষ্ট্রীয় গোপন তথ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না?
বিবৃতিতে শিক্ষক সমিতির নেতারা বলেন, ‘কোনো ব্যক্তির অনিয়ম ও দুর্নীতির দায়ভার রাষ্ট্র ও সরকার নিতে পারেন না। সমাজের যেকোনো অসংগতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। আর পেশাগত দায়িত্ব পালনে ত্রুটি-বিচ্যুতি হলে রাষ্ট্রের প্রচলিত আইনানুসারে সুরাহা হওয়া বাঞ্ছনীয়।
কিন্তু উল্লিখিত সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও অসুস্থ হওয়ার পরও সচিবালয়ের মতো রাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক দপ্তরে দীর্ঘ সময় ধরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের ঘটনা চরম অপেশাদারিত্ব, কর্তৃত্ববাদী ও সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা আশা করব, সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্ত সাংবাদিকের আইনগত অধিকার নিশ্চিত করবেন।’
বাংলা৭১নিউজ/এসএইচ