শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত মমতাজসহ ৯০ জনের নামে হত্যা মামলা একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টে নতুন ইতিহাস সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাহউদ্দিন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি রাশিয়ায় এবার বিমানঘাঁটিতে হামলা, এখনো জ্বলছে তেল টার্মিনালের আগুন ২৪ ঘণ্টায় সাবের হোসেন কীভাবে মুক্তি পেলেন: প্রশ্ন রিজভীর রাজনগরে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১ হারুনের দেশত্যাগ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা ডিম-পেঁয়াজ-আলুর দাম কিছুটা কমেছে: বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসার ভেতরে, ১৪ শিক্ষার্থী আহত দুই কোটির ব্যবসায় ১৫১ কোটি টাকা ঋণ, এস আলমের মাসুদের ঘাড়ে দায় গোলান মালভূমিতে হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুক্তির আগেই বিতর্কের মুখে অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

কোথাকার সম্রাট ছিলেন পৃথ্বীরাজ চৌহান? ঐতিহাসিক এই চরিত্রটি নিয়ে প্রশ্ন উঠলেই প্রায় সবাই বলবেন— রাজপুত রাজা ছিলেন তিনি। সেই ঐতিহাসিক চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। ‘পৃথ্বীরাজ’ নামাঙ্কিত এই ছবির ট্রেলার লঞ্চ হওয়ার পর বিভিন্ন খবর সামনে আসছে। 

যেমন— পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ছবির চরিত্রদের নিঁখুত সাজসজ্জার জন্য ৫০ হাজার পোশাক আর ৫০০ পাগড়ি তৈরি করান রাজস্থানী শিল্পীদের দিয়ে। এমনকি পাগড়ি পরানোর জন্যও অভিজ্ঞ ব্যক্তিকেও রাখা হয় সেটে। ছবির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। পরিচালকের পছন্দের নায়ক সানি দেওলের বদলে প্রযোজক সংস্থা অক্ষয় কুমারকে নেয় এই সিনেমাতে।

এবার আরও একটি খবর এসেছে প্রকাশ্যে। জানা গেছে, দ্য অখিল ভারতীয় বীর গুর্জার মহাসভা থেকে গত বছর ছবির প্রযোজকদের কাছে যাওয়া হয়। কারণ তাদের দাবি পৃথ্বীরাজ রাজপুত নন, তিনি ছিলেন গুর্জর। ছবিতে যেন সেটি দেখানো হয়। সেই নিয়ে তথ্যও নাকি তারা দিয়েছিলেন। কিন্তু ট্রেলার লঞ্চের পর দেখা যাচ্ছে পৃথ্বীরাজকে রাজপুত সম্রাটই দেখানো হয়েছে।

পৃথ্বীরাজ চৌহান দ্বাদশ শতাব্দীর যোদ্ধা রাজা। তার শাসন উত্তরে স্থানবিশ্বরা (থানেসার) থেকে দক্ষিণে মেওয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। রাজস্থানের বর্তমান আজমির ছিল তার রাজ্যের রাজধানী। একটি সংবাদ সম্মেলনে অখিল ভারতীয় বীর গুর্জর মহাসভা দাবি করেছে যে, মহাকাব্যে উল্লিখিত তথ্যগুলো প্রমাণ করে যে পৃথ্বীরাজ চৌহান একজন গুর্জার শাসক ছিলেন। মহাসভার আচার্য বীরেন্দ্র বিক্রম দাবি করেছেন যে, পৃথ্বীরাজ রাসো পার্ট ১-এ পৃথ্বীরাজ চৌহানের বাবা সোমেশ্বরকে গুর্জর হিসাবে বর্ণনা করা হয়েছে। তার আরও দাবি— বহু ঐতিহাসিক তথ্যপ্রমাণ দেয় যে, পৃথ্বীরাজ গুর্জরই ছিলেন।

এই তথ্য পুনরায় সবার সামনে এনে আবার তারা দাবি করেছেন যে, পৃথ্বীরাজকে গুর্জর শাসক হিসাবেই দেখানো উচিত। আর যদি এমন না করা হয়, আর ঐতিহাসিক এই চরিত্র নিয়ে যদি কোনো ভুল তথ্য দেখানো হয়, তা হলে শুধু রাজস্থানই নয়, পুরো ভারতে তারা ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। এ বিষয়ে রাজপুত নেতাদের কোনো প্রতিক্রিয়া আপাতত পাওয়া যায়নি। আগামী ৩ জুন মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। এই ছবি দিয়ে সাবেক বিশ্বসুন্দরী মানুষি চিল্লার বলিউডে ক্যারিয়ার শুরু করছেন। 

এ ছাড়া এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, মানব ভিজ প্রমুখ।

সূত্র: বলিউড বিস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com