বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা গোদারা ঘাটে কংস নদের পারাপারের ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তানের লাথির আঘাতে আলী আকবর (৪৫) নামে এক গোদারা’র মাঝির মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বারহাট্টার সিংধা গ্রামের উমেদ আলীর ছেলে আলী আকবর সিংধা ইউনিয়ন পরিষদ থেকে কংস নদের সিংধা নামক গোদারা ঘাটটি ইজারা নিয়ে প্রায় ৩ বছর যাবত ওই ঘাটে লোকজন পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
শনিবার সন্ধ্যায় ওই গোদারা পারাপারের ঘটনাকে কেন্দ্র করে গোদারার মাঝি আলী আকবরের সাথে একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের ছেলে রাজিব মিয়ার (২০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিব উত্তেজিত হয়ে আলী আকবরকে খিল-ঘুঁষিসহ বুকে লাথি মারলে সে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আলী আকবরকে উদ্ধার করে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস