বাংলা৭১নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আরও দুই আসামী আদালতে আত্মসর্মপন করেছে।
আসামীরা হলো- টাঙ্গাইল শহর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন নুরু।
আজ সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসর্মপন করে জামিন আবেদন করেন।
আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসর্মপন করেন। আদালত তারও জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেন।প্রথমে থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্ট মাসে এ মামলার আসামি আনিছুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী গ্রেফতার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে এমপি রানা ও তার তিন সহোদর ভাই টাঙ্গাইল পৌর সভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এ হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর থেকেই এমপি রানা ও তার ভাইয়েরা আত্মগোপনে আছেন।
বাংলা৭১নিউজ/সিএইস