বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ভান্ডারের মৃত নুরুল ইসলামের ছেলে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মঞ্জুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না………রাজেউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর মহদিপুর অন্তর্গত ৫নম্বর প্লাটুনের চালি কোম্পানীর সহকারী কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার পেছনে তিনি মুক্তিযোদ্ধে অংশ নেন। ১৯৭১ সালে ১১ ডিসেম্বর শিবগঞ্জকে মুক্ত ঘোষণা করে বীরমুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আলহাজ নজরুল ইসলামের সাথে থেকে প্রথম পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান।
আতœীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্খী গুণগ্রাহ রেখে চলে গেলেন এই যোদ্ধা। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস