বাংলা৭১নিউজ,সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জঙ্গিবাদের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে।
অর্থমন্ত্রী আজ দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আগামী ২০-২৫ বছর পর দেশে হয়তো মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। কিন্তু তাদের চেতনা ও আদর্শ বাংলাদেশের সঙ্গে মিশে থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের পাশে আছে। সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আগস্ট শোকের মাস। তবুও মুক্তিযোদ্ধাদের এ কার্যালয় উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত খুশি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস