বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মাসের মধ্যে তা অনুমোদন দেয়া হবে। তা ছাড়া আগামী জুলাই মাস থেকে সব সুযোগ-সুবিধা পাবেন তারা।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা যাওয়ার সময় আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকা বলে শেষ করা যাবে না। সেদিন তারা আমাদের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করা কয়েকটি সংগঠনের আমন্ত্রণে ভারতের ত্রিপুরা যাচ্ছেন।সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/আবি