মুক্তিযুদ্ধের দুর্লভ অসংখ্য ছবির চিত্রগ্রাহক, ইতিহাসের সাক্ষী ফটোসাংবাদিক জালাল উদ্দীন হায়দার আর নেই।
সোমবার রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে নিজাম উদ্দিন হায়দার।
নিজাম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আমরা বাবা জালাল উদ্দীন হায়দার আজ (সোমবার) রাত ৩.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফেরাতের জন্য আপনারা দোয়া করবেন।’
প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অসাধারণ ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক।
বাংলা৭১নিউজ/এসএইচ