মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে একের পর এক শিশু টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো শাকিব খানের ঢাকা জিমি কার্টার ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু : প্রধান উপদেষ্টা ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার পুলিশ স্টাফ কলেজের রেক্টর হলেন তারিক, ৮ এসপিকে বদলি তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিন অভিবাসীর মৃত্যু মঙ্গলবার ব্যাংক হলি ডে, লেনদেন বন্ধ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা বাণিজ্য মেলা শুরু বুধবার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে মঙ্গলবার সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত পাকিস্তানের পাঞ্জাবে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়, বড় স্কোর তাড়া করে শুভ সূচনা বরিশালের সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ কৃষক বিদ্রোহে অচল পাঞ্জাব, ২০০ ট্রেন বাতিল মামলা বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

মুক্তিপণ না পেয়ে শিশুর বস্তাবন্দি লাশ পাঠালো অপহরণকারীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিপণের টাকা না পেয়ে ৭ বছরের এক শিশুকে খুন করে বস্তাবন্দি করে শিশুর পিতার নিজ বাড়িতে রেখে গেছে অপহরণকারীরা। খুন হওয়া শিশুর নাম মো. তোফাজ্জল হোসেন। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাসতলা গ্রামের জোবায়ের মিয়ার ছেলে। গতকাল ভোরে স্বজনরা বস্তার মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো- একই গ্রামের কালা মিয়া ও তার ছেলে সেজাউল মিয়া। ঘাতকরা শিশুর একটি চোখ উপড়ে ফেলে এবং একটি পা ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৮ই জানুয়ারি বিকাল ৫টার দিকে অপহরণকারী চক্রটি বাঁশতলা গ্রামে শিশুর দাদা জয়নাল আবেদীনের বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে।

নিখোঁজ শিশুর আত্মীয়স্বজন প্রতিবেশীদের বাড়ি বাড়ি খোঁজ নিয়েও তাকে পায়নি। এ ঘটনায় শিশুর দাদা জয়নাল আবেদীন ৯ই জানুয়ারি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৯ই জানুয়ারি রাতের কোনো এক সময়ে ৮০ হাজার টাকা দাবি করে শিশুটির পিতার বসতঘরের বারান্দায় শিশুটির পায়ের এক জোড়া জুতাসহ চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে লেখা ছিল গত শুক্রবার রাতে শিশুর পিতার গরু রাখার ঘরে ৮০ হাজার টাকা রাখলে রাতের কোনো এক সময় তারা শিশুটিকে অক্ষত অবস্থায় ফেরত দেবে এবং বিষয়টি পুলিশ বা অন্য কাউকে অবগত করলে শিশুটিকে মেরে ফেলবে।

শিশুর পিতা জোবায়ের মিয়া জানান, প্রায় ১ বছর আগে তার ননদ শিউলি বেগমকে বিয়ে দেন একই গ্রামের কালা মিয়ার ছেলে সেজাউল মিয়ার কাছে। বিয়ের ১ মাস পর তার ননদ শিউলি বেগমকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে প্রায় সময় সেজাউলদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো তাদের। তারা বলেন, ঘটনার কিছুদিন আগেও তার ননদকে মারপিট করে আমগাছের নিচে বেঁধে রাখে। তারা উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করে বলেন, কালা মিয়া, সেজাউল চক্ররাই তার ছেলেকে অপহরণ করে খুন করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এখনই কিছু বলা যাচ্ছে না, বিষয়টি গুরুত্বসহকারে তারা তদন্ত করছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মূল ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন তারা।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com