বাংলা৭১নিউজ, বাগেরহাট: মুক্তিপণের দাবিতে বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে এবার ২০ জেলেকে অপহরণ করেছে দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরার সময় তাদেরকে অপহরণ করা হয়।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া, তারা জেলেদের নৌকায় থাকা বিপুল ইলিশ, মাছ ধরা জাল, মোবাইল ফোন ও জ্বালানি তেল লুটে নিয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডের দুটি টহল দল উদ্ধার অভিযানে নেমেছে।
এর আগে, গত সপ্তাহে একই এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু সাগর বাহনী। অপহৃত জেলেদের বাড়ি মংলার চিলা, উলুবুনিয়া ও বাগেরহাটের রামপালে।
দস্যুরা জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। ওই জেলেদের এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসএস