রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চুরির মামলা তদন্তে মিললো অবৈধ অস্ত্রের সন্ধান লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো যমুনা ব্যাংক বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয়ভাবে উৎসাহিত করে পুরস্কার পাচ্ছেন যারা বিকাশে টেন মিনিট স্কুলের ফি পেমেন্টে ২০০ টাকা ক্যাশব্যাক দফায় দফায় কমছে সোনার দাম, এবার কমলো ৩১৫ টাকা নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনাসহ আটক ৫১ সোমবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায় বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি নেত্রীর জন্য জান দেওয়া নয়, সিদ্ধান্ত মানার আহ্বান : দীপু মনি দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু, আমদানি নয় বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৯-১১ মের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল ব্যবসা করলে চলবে না : শিল্পমন্ত্রী আইনগত সহায়তা পাওয়া করুণা নয় : আইনমন্ত্রী কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা বিনামূল্যে ছাতা-খাবার স্যালাইন পাচ্ছেন ৩৫ হাজার রিকশাচালক

মীর কাসেম ছিলেন সজ্জন ব্যক্তি: খন্দকার মাহবুব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীকে সজ্জন ব্যক্তি বলেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বলেছেন, একটি মাত্র অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত হয়নি।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের রিভিউ আবেদন খারিজের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন খন্দকার মাহবুব হোসেন।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতার মামলাটি আপিল বিভাগে পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব। তার দাবি, এই দেশের অর্থনীতিতে কাসেম আলীর বিরাট অবদান আছে। এ কারণে তারে মৃত্যুদণ্ড দেয়া উচিত হয়নি।

জামায়াতের আর্থ গুরু হিসেবে পরিচিত কীম কাসেম আলী মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রাম অঞ্চলে আলবদর বাহিনীর সংগঠক। ডালিম হোটেলে নির্যাতন কেন্দ্র খুলে বহু মক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামীদের নির্যাতন করে হত্যার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ উঠে সে সময়ই। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আগেই তিনি পালিয়ে যান এবং বঙ্গবন্ধুর হত্যার পর প্রকাশ্যে আসেন।

এক বছরেরও বেশি সময় তদন্ত শেষে এই জামায়াত নেতার বিরুদ্ধে অপহরণ, গুম ও নির্যাতনের মোট ১৪টি অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে একাত্তরের খুনি বাহিনী আলবদরের সংশ্লিষ্টতা ও ডালিম হোটেলে নির্যাতন করে কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিনকে হত্যার দায়ে ২০১৪ সালের ৩ নভেম্বর কাসেম আলীকে ফাঁসি ও আরও আটটি অভিযোগে বিভিন্ন সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে গত ৮ মার্চ জসিমউদ্দিনকে হত্যা ও ছয় অভিযোগে মোট ৬২ বছরের কারাদণ্ড দেয় আপিল বিভাগ। ওই ৬ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। শুনানি শেষে সেই আবেদনও খারিজ করে আজ রায় দিয়েছে আপিল বিভাগ।

আপিল বিভাগের রায়ের প্রায় দুই ঘণ্টা পর এ নিয়ে কথা বলেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সে সাক্ষ্যপ্রমাণ আছে তাতে সরাসরি কাসেম আলী সাহেব জড়িত এটা বলা যায় না।’ তিনি বলেন, ‘যদি সরাসরি হত্যায় জড়িত না থাকেন, তাহলে তাকে মৃ্ত্যুদণ্ড দেয়া হয় না।’

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে পৃথিবীর সব দেশে, এমনকি আমাদের দেশেও কতগুলো বিষয় বিবেচনায় আনা হয়। ১. তিনি সরাসরি হত্যায় জড়িত কি না, ২. ছেড়ে দিলে তিনি আবার একই অপরাধ করবেন কি না, ৩. তার চারিত্রিক গুণাবলী কি। আমরা বলেছিলাম কাসেম আলীকে একটি অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দেয়া যায় না।’

খন্দকার মাহবুব বলেন, ‘আমরা বলেছিলাম তিনি এক জন সজ্জন ব্যক্তি, তিনি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রেখেছেন, সেবার ক্ষেত্রে তার অবদান রয়েছে।, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, এমনকি গণমাধ্যমে অবদান রয়েছে। এই ব্যক্তিকে যদি সাজা দেন আর ভবিষ্যতে যদি দেখা যায় এই সাজা সঠিক না, তাহলে কী হবে?’

খন্দকার মাহবুব বলেন, ‘আপিল বিভাগ সাজা বহাল রেখেছেন, আমার কিছু বলার নাই। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করে সাজা দেয়া হয়েছে। এখন ভবিষ্যত বিবেচনা করবে, ভবিষ্যত প্রজন্ম বিবেচনা করবে, সারা বিশ্বের আইনজ্ঞরা বিবেচনা করবেন এটা সঠিক কি না।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com