বাংলা৭১নিউজ,ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। রায় দেয়া হবে ৩০শে আগস্ট।
এদিকে, মামলা পরিচালনায় অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর’সহ সংশ্লিষ্ট প্রসিকিউটরদের প্রধান বিচারপতি সরে যেতে বলেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উভয়পক্ষের রিভিউ শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে প্রসিকিউটদের সম্পর্কে আদালতের এমন বক্তব্যের কথা সাংবাদিকদের জানান। অ্যাটর্নি জেনারেল প্রত্যাশা করেন, আগামী ৩০ আগস্ট রিভিউয়ের রায়েও মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে।
যদিও অপরাধে সরাসরি সম্পৃক্ততা না থাকার দাবি করে মৃত্যুদণ্ডের সাজা কমবে বলে আশা প্রকাশ করেছেন যুদ্ধাপরাধী মীর কাসেমের আইনজীবী।
গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ, যা ৬ জুন পূর্ণাঙ্গ আকারে রায় প্রকাশ হয়। ফাঁসির রায় বাতিল চেয়ে ১৯ জুন রিভিউ আবেদন করেন আসামিপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএইস